Latest News
শুক্রবার, ১৯ আগস্ট ২০২২ ।। ৪ঠা ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

ঝালকাঠিতে সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
জাতীয় পর্যায়ে কবি-সাহিত্যিকদের সাহিত্যকর্ম তুলে ধরতে ঝালকাঠিতে দিনব্যাপী সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মেলনের ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সিভিল সার্জন ডা. সিহাব উদ্দিন, আলামিন বাকলাই, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর তরুণ কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারমান ইসরাত জাহান সোনালীসহ জেলার ৪টি উপজেলার কবি, সাহিত্যিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজবীর হোসেন সঞ্চালনা করেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে বরখাস্তকৃত ইউপি চেয়ারমানের বিরুদ্ধে ক্ষমতা হস্তান্তর না করে গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলার অভিযোগ

স্টাফ রিপোর্টার : সাময়িক বরখাস্ত হওয়ার পরেও ক্ষমতা হস্তান্তর না করে গুরুত্বপূর্ণ নথিপত্র সরিয়ে ফেলার …