Latest News
বুধবার, ২৯ মে ২০২৪ ।। ১৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে সুগন্ধা নদী রক্ষায় ১৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঝালকাঠিতে সুগন্ধা নদী রক্ষায় ১৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার :
নদীরক্ষা কার্যক্রমের আওতায় ঝালকাঠি সুগন্ধা নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল ১১টায় প্রশাসনের উদ্যোগে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে লঞ্চঘাট সংলগ্ন সুগন্ধাতীরের ১৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য সংশ্লিষ্টদের নোটিশ দেয়ার পরেও কোন পদক্ষেপ না নেওয়ায় প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহিরুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাছবীর হোসেন, পানি উন্নয়ন উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. ফয়সাল, সড়ক বিভাগের প্রতিনিধি মো. ইকবাল হোসেন, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি বি এম রকিব উদ্দিন উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহিরুল ইসলাম জানান, ঝালকাঠির নদী ও খালের পাড়ে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে তা উচ্ছেদ অভিযান চলছে। অবৈধ স্থাপনা মুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ঝালকাঠিতে আহ্বায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ঝালকাঠি জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। …