Latest News
শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ।। ২২শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে স্বাস্থ্যসেবা সপ্তাহ উদ্বোধন

ঝালকাঠিতে স্বাস্থ্যসেবা সপ্তাহ উদ্বোধন

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ‘স্বাস্থ্য সেবার অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ‘জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ ২০১৯’। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু এমপি মঙ্গলবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে সপ্তাহের অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। এ সময় আমু বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের তৃণমূল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। সরকারের এ কার্যক্রম এগিয়ে নিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার রয়েছে।
ঝালকাঠি সদর হাসপাতাল মিলনায়তনে সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌরসভার মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।