স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে আইডিয়া প্রকল্পের আওতায় স্মার্ট নারী উদ্যোক্তাদের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু নারী উদ্যোক্তাদের হাতে চেক তুলে দেন। ঝালকাঠিতে ২২ জন স্মার্ট নারী উদ্যোক্তাকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান উপস্থিত ছিলেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ঝালকাঠিতে জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত …