Latest News
শনিবার, ২৭ জুলাই ২০২৪ ।। ১২ই শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ট্রলি চালক নিহত, আহত ১০

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ট্রলি চালক নিহত, আহত ১০

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় মো. রাশেদ (৩৫) নামে এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে কৃষ্ণকাঠি এলাকার বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রলির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। রাতে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে সে মারা যায়। আহত বাস চালক জামাল হোসেনসহ ১০ জন চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঝালকাঠি আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আল্লাহ মহান নামের (ঢাকা মেট্রো-ব ১১-১৫৩২) একটি বাস সুতালড়ি পুলিশ লাইনের কাছাকাছি পৌছলে বিপরীতগামী ইট বোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে ধাক্কা লাগে। এতে বাসের সামনের ডান দিকের অংশ দুমড়ে মুচরে যায়। এসময় বাস চালক জামাল ও ট্রলি চালক রাশেদ গুরুতর আহত হয়। দুর্ঘটনায় বাসের ৯ জন যাত্রীও আহত হন। আহতদের গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় ট্রলি চালক মো. রাশেদ মারা যায়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে চোর সন্দেহে যুবককে গণপিটুনি দিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে চোর সন্দেহে রিয়াজ ফকির (২৪) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে …