Latest News
রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ।। ১লা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় কারারক্ষীর মৃত্যু

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় কারারক্ষীর মৃত্যু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে সুরুজ খান (৪০) নামে এক কারারক্ষীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের সুতালড়ি সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুরুজ খান ঝালকাঠি কারাগারের কারারক্ষী ছিলেন।
ঝালকাঠি কারাগারের কারাধ্যক্ষ মো. শফিউল আলম জানান, সুরুজ খান ছুটি নিয়ে বরিশালের কাউয়ার চর গ্রামের বাড়িতে যায়। ছুটি শেষে কর্মস্থলে যোগদানের জন্য নিজের মোটরসাইকেলে করে ঝালকাঠি আসার সময় শহরের সুতালড়ি সেতুর এলাকায় একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে বিকেলে তাঁর মৃত্যু হয়।
ঝালকাঠি থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের বলেন, লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।