Latest News
শুক্রবার, ১৯ জুলাই ২০২৪ ।। ৪ঠা শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে হোম কোয়ারেন্টিনে ১২১ জন, শতর্ক বার্তা প্রচার

ঝালকাঠিতে হোম কোয়ারেন্টিনে ১২১ জন, শতর্ক বার্তা প্রচার

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি জেলায় নতুন করে বিদেশ থেকে আসা ২৪ জনকে শনিবার হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এনিয়ে ১২১ জনকে হোম কোয়ারেন্টিনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে ৯ জনের ১৪ দিনের হোম কোয়ারেন্টিন সম্পন্ন হয়েছে, তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।
ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. শাকিল খান জানান, ঝালকাঠিতে বিদেশফেরত ১২১ জনের মধ্যে সবাইকেই হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে ঝালকাঠি সদরে ৪০জন, নলছিটিতে ২১ জন, রাজাপুরে ৪০জন ও কাঁঠালিয়ায় ২০জন। তবে এরা কেউ করোনা ভাইরাসে আক্রান্ত নয়। বিদেশ থেকে আসার কারণে নিজ বাসায় তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। এরা চীন, ইতালি, নেদারল্যান্ড, স্পেন, সিংগাপুর, সৌদি, ভারত, কুয়েত, লেবানন, আরব-আমিরাত, বাহরাইন, জর্ডান, মালয়শিয়া থেকে দেশে ফিরেছেন।। এদিকে তথ্য অধিদপ্তরের সহযোগিতায় জেলা জুড়ে শতর্কতামূলক বার্তা প্রচার করে মাইকিং করেছে জেলা প্রশাসন। অপরদিকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার জন্য প্রচার-প্রচারণা শুরু করেছে জেলা পুলিশ।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে চোর সন্দেহে যুবককে গণপিটুনি দিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে চোর সন্দেহে রিয়াজ ফকির (২৪) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে …