Latest News
শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ ।। ১৯শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ১১ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে

ঝালকাঠিতে ১১ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে করোনা সন্দেহে ১১ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ। জ্বর, সর্দি. কাশিতে আক্রান্ত এসব ব্যক্তিরা হোম কোয়ারেন্টিনে ছিলেন। তাদের করোনা উপসর্গ দেখা দেওয়ায় বৃহস্পতিবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার। এনিয়ে জেলায় মোট ৩৬ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। এর মধ্যে ১৩ জনের রিপোর্টে করোনা নেগেটিভ পাওয়া গেছে। এদিকে ঝালকাঠিতে নতুন করে বিদেশফেরত ৬ জনকে বৃহস্পতিবার হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এনিয়ে জেলায় ১৯২ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। এদের মধ্যে ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষ হওয়ায় অব্যহতি পেয়েছে ১৮৬ জন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিকদল সভাপতির ওপর হামলা

স্টাফ রিপোর্টার : ঝালকাঠি নলছিটিতে উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. মিজানুর রহমানের ওপর হামলার অভিযোগ পাওয়া …