স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ২০৬ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে শহরের কাশারিপট্টি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, সাইফুল ইসলাম রনি (২০) ও আলাউদ্দিন আহম্মেদ (৩০)।
ডিবি পুলিশের পরিদর্শক ইকবাল বাহার খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ শহরের কাশারিপট্টি এলাকায় অভিযান চালায়। এসময় রনির বসতঘর থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রনির কাছ থেকে ইয়াবা ট্যাবলেট কিনতে আসা আলাউদ্দিন আহম্মেদকে ৬ পিসসহ গ্রেপ্তার করা হয়।
সাইফুল ইসলাম রনি কাশারিপট্টি এলাকার জালাল হাওলাদারের ছেলে ও আলাউদ্দিন আহম্মেদ নথুল্লাবাদ গ্রামের আলী আকবর আহম্মেদের ছেলে। এ ব্যাপারে ডিবি পুলিশের এসআই টিপু সুলতান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝালকাঠি থানায় একটি মামলা দায়ের করেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিকদল সভাপতির ওপর হামলা
স্টাফ রিপোর্টার : ঝালকাঠি নলছিটিতে উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. মিজানুর রহমানের ওপর হামলার অভিযোগ পাওয়া …