Latest News
শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ।। ২২শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ৫ ডাকাত আটক, অস্ত্র ও স্বর্ণ উদ্ধার

ঝালকাঠিতে ৫ ডাকাত আটক, অস্ত্র ও স্বর্ণ উদ্ধার

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে ডাকাতির ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। ২৪ জানুয়ারী রাতের ডাকাতি ঘটনায় বিভিন্ন স্থান থেকে ৫জনকে আটক করা হয়। আটককৃতরা হলো বাকেরগঞ্জ উপজেলার বিহারীপুর গ্রামের মোঃ ইসমাইল খান’র পুত্র শহিদ খান (৩৭), গাইবান্দার গোবিন্দগঞ্জ উপজেলার হালিমারচর গ্রামের আজাদ মিয়ার পুত্র এনাম হোসেন মিয়া (৩০), পটুয়াখালীর বাউফল উপজেলার চাঁদকাঠি (ধুলিয়া) গ্রামের অরুণ দাস (৩৮), নলছিটি উপজেলার সূর্যপাশা গ্রামের আঃ করিম হাওলাদারের পুত্র মোঃ পিন্টু হাওলাদার (৩০), একই উপজেলার খেজুরিয়া গ্রামের আঃ রশিদ হাওলাদারের পুত্র মোঃ ইমরান হোসেন (২৮)। ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসানের নেতৃত্বে নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাখাওয়াত হোসেন, ওসি (তদন্ত) আব্দুল হালিম, এসআই হুমায়ুন কবীর সঙ্গিয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। আটককৃতদের কাছ থেকে এয়ারগান ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর ২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার ফাতিহা ই্য়াসমিন এসব তথ্য জানান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান, নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাখাওয়াত হোসেন, ওসি (তদন্ত) আব্দুল হালিম, সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ খলিলুর রহমান, ওসি (তদন্ত) মোঃ আবু তাহের মিয়া, নলছিটি থানার এসআই হুমায়ুন কবীরসহ পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার ফাতিহা ই্য়াসমিন জানান, গত ২৪ জানুয়ারী রাত পৌনে ২টা থেকে পৌনে ৩টা পর্যন্ত নলছিটি উপজেলার তেওলা গ্রামের মামুন হোসেনের ঘরের পিছনের বান্দার সিঁদ কেটে প্রবেশ করে। অস্ত্রের মুখে সাবাইকে জিম্মি করে হাত-পা বেঁধে ৪লাখ টাকা, স্বর্ণালংকার, পাখি মারার এয়ারগানসহ ৬লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নেয়। গৃহকর্তা মামুন হোসেন বাদী হয়ে নলছিটি থানায় ৭জনকে এজাহারনামীয় আসামী করে মামলা (১০, তারিখ-২৪-০১-২০ইং) দায়ের করেন। আসামীরা আন্তঃজেলা ডাকাত দলের সমস্য এবং তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। ডাকাতদের কাছ থেকে এয়ারগান, ১২ আনা ওজনের ২ জোড়া স্বর্ণের কানবালা, ২টি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে। বাকী ২ আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাখাওয়াত হোসেন, বুধবার বিকেলে আসামীদের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত আদালতের আদেশ এখনও আসেনি বলে জানান ওসি।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …