Latest News
শুক্রবার, ৯ মে ২০২৫ ।। ২৬শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় পুলিশের বাধা

ঝালকাঠিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় পুলিশের বাধা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে পুলিশের বাধার কারেন যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা করতে পারেনি নেতাকর্মীরা। রবিবার সকাল ১০ শহরের আমতলা সড়কের দলীয় কার্যালয় থেকে জেলা যুবদল শোভাযাত্রা বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। পুলিশ নেতাকর্মীদের কাছ থেকে ব্যানার কেড়ে নেয়। সামনে এগোতে না পেরে নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। পরে দলীয় কার্যালয়ের মধ্যে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ করে।
জেলা যুবদলের সভাপতি জিএম আবদুস সবুর কামরুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, সদর উপজেলা বিএনপির সভাপতি সরদার এনামুল হক এলিন, শহর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন তুহিন, সহসভাপতি কামাল মল্লিক ও পৌর যুবদল নেতা জাহিদ হোসেন। এসময় বক্তারা খালেদা জিয়ার মুক্তির দাবি করেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।