Latest News
শনিবার, ২৭ জুলাই ২০২৪ ।। ১২ই শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠির কেওড়া ইউপির উপনির্বাচনের তফসিল ঘোষণা: ভোট গ্রহণ ৩০ ডিসেম্বর

ঝালকাঠির কেওড়া ইউপির উপনির্বাচনের তফসিল ঘোষণা: ভোট গ্রহণ ৩০ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শারমীন আফরোজ মঙ্গলবার এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেন। আজ বুধবার বিকেলে বিষয়টি সাংবাদিকদের জানানো হয়। তফসিল অনুযায়ী ভোট গ্রহণের দিন ধার্য করা হয়েছে আগামী ৩০ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ৫ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ ডিসেম্বর। ২০১৬ সালের ২২ মার্চ প্রথম ধাপে অনুষ্ঠিত কেওড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোয়াজ্জেম হোসেন টিপু নির্বাচিত হয়। গত ২৯ অক্টোর রাতে অসুস্থ হয় ইউপি চেয়ারম্যান মৃত্যুবরণ করলে আসটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এদিকে উপনির্বাচনে চেয়ারম্যান পদে ইতোমধ্যে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগ ও বিএনপির সম্ভাব্য প্রার্থীরা লোবিং ও তদবির শুরু করেছেন। আওয়ামী লীগের মনোনয়ন পেতে পারেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরের ভাই জেলা আওয়ামী লীগের সদস্য আবু সাঈদ খান, কেওড়া ইউপির সাবেক চেয়ারম্যান জাকির সিকদার ও প্রায়াত ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন টিপুর স্ত্রী মরিয়ম বেগম। অন্যদিকে বিএনপির মনোনয়ন পেতে পারেন কেওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এমএ মান্নান লাভলু, যুগ্ম সম্পাদক আরিফ হোসেন তালুকদার ও বিএনপি নেতা হেমায়েত হোসেন তালুকদার।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ঝালকাঠির সদর এবং নলছিটি উপজেলার ১৪৭টি …