Latest News
শুক্রবার, ১৯ জুলাই ২০২৪ ।। ৪ঠা শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠির জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ পেলেন সরদার মো. শাহ আলম

ঝালকাঠির জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ পেলেন সরদার মো. শাহ আলম

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে সরদার মো. শাহ আলমকে। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জেলা পরিষদ শাখা তাকে এ নিয়োগ প্রদান করে। উপ সচিব মো. তানভীর আজম ছিদ্দিকীর সাক্ষরিত পত্রে এ তথ্য জানা যায়।
সরদার মো. শাহ আলম জেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি এর আগেও জেলা পরিষদের প্রশাসক ছিলেন। টানা তিন দফায় তিনি জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সরদার মো. শাহ আলমকে জেলা পরিষদের প্রশাসক করায় তাকে ঝালকাঠি প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের নেতৃত্বে সদস্যরা তাঁর হাতে ফুলের তোড়া তুলে দেন। এ সময় তিনি প্রেস ক্লাবের আন্তরিকতায় মুগ্ধ হয়ে সকলের কাছে কৃতজ্ঞাতা প্রকাশ করেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে চোর সন্দেহে যুবককে গণপিটুনি দিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে চোর সন্দেহে রিয়াজ ফকির (২৪) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে …