Latest News
শুক্রবার, ৩১ মে ২০২৪ ।। ১৭ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠির নেছারবাদে রাতব্যাপী শবেবরাত পালিত

ঝালকাঠির নেছারবাদে রাতব্যাপী শবেবরাত পালিত

স্টাফ রিপোর্টার :
শবেবরাত উপলক্ষে ঝালকাঠির নেছারাবাদ দরবার শরীফে রাতব্যাপী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ আসর থেকে মাহফিল শুরু হয়। শুরুতে আলোচনা ও দোয়া পরিচালনা করেন নেছারাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ মনিরুজ্জামান, বাদ মাগরিব যিকির ও ওযিফা আদায়ের পর শবে বরাতের বিষয়ে কোরআন-হাদিস-ফিকহ থেকে আলোচনা করেন মাওলানা মুহাম্মদ ইদ্রীস আলী, নেছারাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ঝালকাঠি এন এস কামিল মাদরাসার প্রধান মুফতী হযরত আল্লামা আবদুল কাদির মাদানী। পরে শবেবরাত এবং সমসাময়িক বাতিল ফের্কা নিয়ে আলোচনা করেন আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহাম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুর। তিনি উপস্থিত মুসল্লিদের নিয়ে দোয়া-মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে তিনি মুসলিম উম্মাহ-দেশ- জাতির জন্য বিশেষ দোয়া করেন।