Latest News
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ।। ২৭শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠির ভাতাপ্রাপ্ত পাঁচজনের মুক্তিযোদ্ধা গেজেট ও সনদ বাতিল

ঝালকাঠির ভাতাপ্রাপ্ত পাঁচজনের মুক্তিযোদ্ধা গেজেট ও সনদ বাতিল

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ভাতাপ্রাপ্ত পাঁচজনের মুক্তিযোদ্ধা সনদ ও গেজেট বাতিল করা হয়েছে। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয় এ গেজেট বাতিল করে। যাদের এ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তাঁরা হলেন; সদর উপজেলার সুলতান হোসেন, মো. আবদুর রব হাওলাদার, মোহাম্মদ আলতাফ হোসেন, নলছিটি উপজেলার মো. সুলতান আহম্মেদ মৃধা ও কাঁঠালিয়া উপজেলার আবুল বাশার।
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের উপসচিব (গেজেট) রথীন্দ্র নাথ দত্ত স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানাগেছে। গত ২২ নভেম্বর এই চিঠি দেওয়া হয়। বুধবার ঝালকাঠি জেলা প্রশাসনের কাছ থেকে সাংবাদিকরা এ বিষয়টি জানতে পারেন।
জামুকার ৪৮ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সুলতান হোসেন, ৫৭ তম সিদ্ধান্ত অনুযায়ে মো. আ.রব হাওলাদার, ৬৬ তম সিদ্ধান্ত অনুযায়ী আবুল বাশার, ৬১ তম সিদ্ধান্ত অনুযায়ী মো. সুলতান আহম্মেদ মৃধা ও ৬৫ তম সিদ্ধান্ত অনুযায়ী মোহাম্মদ আলতাফ হোসেনের গেজেট ও সনদ বাতিল করা হয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদী ছাত্রদলের নলছিটি উপজেলার শাখার আয়োজনে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ …