Latest News
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ।। ২৭শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠির মতুয়া সম্প্রদায়ের হরিযাত্রা অনুষ্ঠিত

ঝালকাঠির মতুয়া সম্প্রদায়ের হরিযাত্রা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে সনাতন ধর্মালম্বী মতুয়া সম্প্রদায়ের (হরিভক্ত) বার্ষিক হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান ও মতুয়া সম্মেলন শুরু হয়েছে। এ উপলক্ষে চার দিনব্যাপী নানা অনুষ্ঠান মালার আয়োজন করেছে ঝালকাঠি কেন্দ্রীয় শ্রীশ্রী হরিচাঁদ গুরুচাঁদ মন্দির কমিটি। রবিবার বিকেলে ওরাকান্দি থেকে আগত মতুয়া দল ও ঝালকাঠির হরিভক্তদের অংশগ্রহণে হরিযাত্রা বের করা হয়। হরিযাত্রাটি মন্দির সংলগ্ন পুরাতন কলেজ শহর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। হরিযাত্রার উদ্ধোধন করেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান (শিশু) অধ্যাপক ডা. অসীম কুমার সাহা। এর আগে অনুষ্ঠানমালার শুভসূচনা করেন প্রধান অতিথি ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী। এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মগুরু শ্রী নির্মল চাঁদ ঠাকুর। পরে সন্ধ্যায় খুলনার বটিয়াঘাটা বিনাপানি নাট্য সম্প্রদায়ের পরিবেশনায় শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের জীবনালম্বনে যাত্রাপালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান আয়োজক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার দিলীপ কুমার হালদার এবং সাধারণ সম্পাদক শ্রী বীরেন মন্ডল জানান, সকল আনুষ্ঠানিকতার পাশাপাশি প্রতিদিনই প্রসাদ বিতরণ এবং ১৭ ফেব্রুয়ারি সোমবার দুপুরে ডংকা কির্ত্তন ও ঠাকুরের ভোগ অন্তে মহোৎসব অনুষ্ঠিত হবে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদী ছাত্রদলের নলছিটি উপজেলার শাখার আয়োজনে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ …