Latest News
শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ।। ২২শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠির রাজাপুরে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ঝালকাঠির রাজাপুরে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইন ২০০৯ এর ৪৩ ধারায় আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বাঘড়ি বাজার এলাকার বিসমিল্লাহ পোল্ট্রি হাউজকে ৫ হাজার টাকা এবং ভাই বোন পল্ট্রি ফার্মকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝালকাঠির সহকারী পরিচালক সাফিয়া সুলতানা এ অভিযান পরিচালনা করেন । অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।