Latest News
শনিবার, ৯ নভেম্বর ২০২৪ ।। ২৪শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠির শিক্ষক আব্দুল খালেক আর নেই

ঝালকাঠির শিক্ষক আব্দুল খালেক আর নেই

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল খালেক (৮২) শনিবার ভোর ৫টায় শহরের কামাপট্টি সড়কের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে এক ছেলে রেখে গেছেন। তাঁর বড় মেয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের প্রধান ডা. খুরশিদ জাহান এবং ছেলে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিদন কবির। শনিবার বাদ জোহর ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে জানাজা শেষে তাকে পৌর কবরস্থানে দাফন দেওয়া হয়।
শিক্ষক আব্দুল খালেকের মৃত্যুতে আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান রসুল শোক প্রকাশ করেছেন।