স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সহসভাপতি, জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিজন মোফাজ্জেল হোসেনের মৃত্যুতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আছর কেন্দ্রীয় জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি। দোয়া মোনাজাতে অংশ নেন জেলা বিএনপির সহসভাপতি সৈয়দ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর ও যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।
গত ৮ ফেব্রুয়ারি সকালে ঢাকার মিরপুরে ছেলের বাসায় তাঁর মৃত্যু হয়। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি স্থানীয় ঝংকার শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। সাংস্কৃতিক অঙ্গনে তিনি ছিলেন সকলের পরিচিত মুখ।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। …