Latest News
বুধবার, ২৯ মে ২০২৪ ।। ১৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠির সিভিল সার্জনের করোনা শনাক্ত

ঝালকাঠির সিভিল সার্জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পাঠানো রিপোর্টে তাঁর করোনা শনাক্ত হয়। গত ২৪ ঘণ্টায় ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় মোট ৫৯৭ জনের করোনা শনাক্ত হয়।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে সিভিল সার্জনের গাড়ি চালক ও অফিস সহায়ক করোনায় আক্রান্ত হয়। এর পরে সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালীর কাশি হলে বৃহস্পতিবার তাঁর নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠায়। শনিবার দুপুরে তার করোনা শনাক্ত হয়। সিভিল সার্জন বর্তমানে পিরোজপুরে তাঁর বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ঝালকাঠিতে আহ্বায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ঝালকাঠি জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। …