Latest News
শুক্রবার, ৯ জুন ২০২৩ ।। ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ ধরা বন্ধ, অভিযান শুরু

ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ ধরা বন্ধ, অভিযান শুরু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির জেলায় সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ মাছ ধরা বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ পুলিশের সহযোগিতায় নদীতে স্পিটবোট ও ট্রলার নিয়ে অভিযান পরিচালনা করেছে। প্রধান প্রজনন মৌসুমে ডিমওয়ালা ইলিশ রক্ষা কর্মসূচির আওতায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যা আগামী ৪ নভেম্বর পর্যন্ত টানা ২২ দিন বলবৎ থাকবে। এ সময়ে ইলিশ মাছ পরিবহন, মজুদ, বাজারজাতকরণ বা বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে।
ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা জানান, কর্মসূচি সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে তদারকি কমিটি গঠন করা হয়েছে। ট্রলার ও স্পিডবোট নিয়ে নদীতে টহল দেওয়া হচ্ছে। নজরদারীতে রাখা হয়েছে শহর-বন্দর-গ্রামের বিভিন্ন হাটবাজার। ভ্রাম্যমাণ আদালত পরিচালনারও ব্যবস্থা রাখা হয়েছে। ঝালকাঠি জেলায় ৪০ কিলোমিটার নদী পথে অভিযান জোড়দার করা হয়েছে। প্রথম দিনে নদীতে কেউ জাল ফেলেনি। মা ইলিশ রক্ষার জন্য সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

স্টাফ রিপোর্টার : নানা আয়োজনে ঝালকাঠিতে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে …