স্টাফ রিপোর্টার :
ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তাঁরা এ অভিযান চালায়। অভিযানকালে নদীতে কোন জেলেকে মাছ ধরতে দেখা যায়নি। তবে গভীর রাত থেকে সকাল পর্যন্ত নদীতে জেলেরা মাছ ধরে বলে অভিযোগ রয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, মা ইলিশ রক্ষার কর্মসূচি সফল করতে স্পিডবোট ও ট্রলার নিয়ে নদীতে নদীতে টহল দেওয়া হচ্ছে। নজরদারীতে রাখা হয়েছে শহর-বন্দর-গ্রামের বিভিন্ন হাটবাজার। ভ্রাম্যমাণ আদালত পরিচালনারও ব্যবস্থা রাখা হয়েছে। এর পরেও কেউ আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …