স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. লিয়াকত আলী তালুকদার। বুধবার সকালে তিনি জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ মতবিনিময় করেন। আইনজীবী সমিতির সভাপতি আবদুল মান্নান রসুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আ.স.ম মোস্তাফিজুর রহমান মনু, অ্যাডভোকেট ইঞ্জিনিয়ার জি কে মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট মুন্সি আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট নূর হোসেন ও অ্যাডভোকেট শামীম আলম। অনুষ্ঠানে নৌকা প্রতীকের প্রার্থী মো. লিয়াকত আলী তালুকদার আগামী ১১ এপ্রিল নির্বাচনে আইনজীবীদের পাশে থাকার আহ্বান জানান। তিনি বলেন, পৌরসভাকে একটি আধুনিক ও মডেল হিসেবে গড়ে তোলার জন্য সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামীতে উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকায় ভোট প্রার্থনা করেন তিনি।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …