স্টাফ রিপোর্টার :
ধর্ষণ, নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে ঝালকাঠি ও নলছিটিতে ‘আলোক প্রজ্জ্বলন’ কর্মসূচি করেছে ছাত্রলীগ। বুধবার সন্ধ্যায় ঝালকাঠি শহরে জেলা ছাত্রলীগ মোমবাতি প্রজ্জলন করে ধর্ষণের প্রতিবাদ জানায়। কর্মসূচিতে জেলা ছাত্রলীগের সভাপতি মো. শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক এসএম আল আমিনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একই দাবিতে নলছিটি উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের উদ্যোগে আলোক প্রজ্বলন ও এক মিনিট নিরবতা পালন করা হয়। বুধবার সন্ধ্যায় নলছিটি বাসস্ট্যান্ডে বিজয় উল্লাস ৭১ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক রহমান সরদার,পৌর ছাত্রলীগের সভাপতি কাওসার হোসেন সালমান, সাধারণ সম্পাদক অন্তনু পালিত অন্তু, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তুহিন মিত্র, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান প্রিন্স, শুভ দাসসহ আরো অনেকে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ঝালকাঠিতে বিশ্ব দুগ্ধ দিবস পালিত
স্টাফ রিপোর্টার : নানা আয়োজনে ঝালকাঠিতে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে …