স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি কারাগারে হুমায়ুন কবির দর্পণ (৫২) নামে দুইটি মাদক মামলার আসামির মৃত্যু হয়েছে। সোমবার রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝালকাঠি কারাগারের জেলার জান্নাত উল ফরহাদ জানান, ঝালকাঠি ও ঢাকায় দুইটি মাদক মামলায় দুই বছর ধরে কারাগারে আছেন হুমায়ুন কবির। বিচারাধিন মামলায় তাকে কখনো ঢাকা কখনো ঝালকাঠি কারাগারে রাখা হয়। সোমবার রাতে সে বুকে ব্যাথা অনুভব করলে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। হুমায়ুন কবির দর্পণ বরিশালের জিয়া সড়কের সৈয়দ হালিম মিয়ার ছেলে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদী ছাত্রদলের নলছিটি উপজেলার শাখার আয়োজনে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ …