Latest News
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ।। ২৭শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ ইউপি কুলকাঠি

ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ ইউপি কুলকাঠি

স্টাফ রিপোর্টার, নলছিটি :
ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নলছিটি উপজেলার কুলকাঠি ইউপিকে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জোহর আলী এ ঘোষণা দেন। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, কুলকাঠি ইউনিয়ন ঝালকাঠি জেলার একটি মডেল ইউনিয়ন। এ ইউনিয়নটি ভিক্ষুক মুক্ত ঘোষণা করা হয়েছে। এখানে স্বাভাবিকভাবে সন্তান প্রসবের ব্যবস্থা রয়েছে। ইউপি চেয়ারম্যান এইচএম আখতারুজ্জামান বাচ্চু নিরলসভাবে কাজ করে যাওয়ায় ইউনিয়নটি একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত হয়েছে। সরকার গবেষণা চালিয়ে এই ইউনিয়নটিকে জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ ঘোষণা করে ১০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বরাদ্দ দিয়েছেন।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নলছিটি উপজেলা শাখার উদ্যোগে কুলকাঠি ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প-৩ এর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান এইচএম আখতারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিকুর রহমান, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার ও সহকারী কমিশনার ভূমি মো. শাখাওয়াত হোসেন। পরে ইউনিয়নে যুব দিবসের শোভাযাত্রায় অংশ নেন অতিথিরা।