Latest News
রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ।। ১লা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠি জেলার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ঝালকাঠি জেলার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

স্টাফ রিপোর্টার:
মহকুমা থেকে জেলা ঘোষণার ৩৬ বছর পর প্রথম বারের মত ঝালকাঠি নাগরিক ফোরাম আয়োজন করলো জেলার প্রতিষ্ঠাবার্ষিকী। ঝালকাঠি জেলার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে শহরে একটি র‌্যলি বের করা হয়। প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সুগন্ধা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সূচনা করা হয়। সংগঠনটির জেলা সভাপতি সামসুল হক মনুর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাক সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, ঝালকাঠি প্রেসক্লাব সহ-সভাপতি দুলাল সাহা। এসময় ঝালকাঠি নাগরিক ফোরামের সকল কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় নারী ইউপি চেয়ারম্যান কারাগারে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে আলোচিত স্বেচ্ছাসেবক লীগ নেতা জিয়াউল হাসান ফুয়াদ কাজী হত্যায় জড়িত …