স্টাফ রিপোর্টার :
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। শহরের টাউন হলে টেলেভিশন সাংবাদিক সমিতির কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, সাংগঠনিক সম্পাদক কে এম সবুজ, সহসাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জলিল, ও অলোক সাহা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রতন আচার্য্য, প্রচার সম্পাদক বরকত হোসেন মৃধা, দপ্তর সম্পাদক মো. শহীদুল আলম, সদস্য হেমায়েত উদ্দিন হিমু, দুলাল সাহা, মাঈনুল হক লিপু, মানিক আচার্য্য, এস এম রেজাউল করিম, মেহেদী হাসান জসীম ও আবদুস সবুর। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী।
জনতার কণ্ঠ 24 সংবাদ
সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার বিষয়ে নাগরিকদের মতামত ও অভিজ্ঞতা জানতে কমিউনিটি অ্যাকশন মিটিং
স্টাফ রিপোর্টার : ঝালকাঠি সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নের লক্ষ্যে সেবাগ্রহীতাদের অংশগ্রহণে কমিউনিটি অ্যাকশন মিটিং …