Latest News
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ।। ২০শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির নির্বাচন : হিমু সভাপতি দুলাল সাহা সম্পাদক

ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির নির্বাচন : হিমু সভাপতি দুলাল সাহা সম্পাদক

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে হেমায়েত উদ্দিন হিমু (বিটিভি) সভাপতি ও দুলাল সাহা (যমুনা টিভি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। টাউন হলে সমিতির কার্যালয়ে সোমবার সকাল ১১টায় সাধারণ সভা ও বিকেল তিনটায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন সম্পন্ন হয়েছে। কার্যনির্বাহী পরিষদের ১১টি পদের মধ্যে পাঁচটি পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন সভাপতি হেমায়েত উদ্দিন হিমু (বিটিভি), কোষাধ্যক্ষ পদে কে এম সবুজ (এনটিভি), দফতর সম্পাদক পদে অলোক সাহা (এসএ টিভি), সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে রতন আচার্য্য (বৈশাখী টিভি) এবং প্রচার সম্পাদক পদে মো. বরকত হোসেন মৃধা (মাইটিভি)। বাকি ছয়টি পদে সরাসরি ভোটে অংশ নেন ১০ জন প্রার্থী। তাঁদের মধ্যে নির্বাচিতরা হলেন সহসভাপতির দুটি পদে মো. মাসউদুল আলম (বাংলাভিশন) ও মো. আল-আমীন তালুকদার (ডিবিসি নিউজ), সাধারণ সম্পাদক পরে দুলাল সাহা (যমুনা টিভি), সহসাধারণ সম্পাদকের দুটি পদে শফিউল আজম টুটুল (বিজয় টিভি) ও জহিরুল ইসলাম জলিল (আরটিভি) এবং সাংগঠনিক সম্পাদক আজমীর হোসেন তালুকদার (একুশে টিভি)। জেলা তথ্য কর্মকর্তা মো. রিয়াদুল ইসলাম নির্বাচন পরিচালকের দায়িত্ব পালন করেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২৬ জন।