Latest News
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ।। ২৯শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠি পৌরসভা পরিদর্শনে বিভাগীয় কমিশনার

ঝালকাঠি পৌরসভা পরিদর্শনে বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার :
বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার ঝালকাঠি পৌরসভা পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার সকালে পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার বিভাগীয় কমিশনারকে স্বাগত জানান। এ সময় বিভাগীয় কমিশনারের সঙ্গে ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম, এনডিসি আহমেদ হাছান উপস্থিত ছিলেন। বিভাগীয় কমিশনার প্রথমেই পৌরসভার বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন। পরে তিনি পৌর মেয়রের কক্ষে বসে পরিদর্শন রেজিস্ট্রারে স্বাক্ষর করেন। অন্যদের মধ্যে পৌরসভার সচিব শাহীন সুলতানা, নির্বাহী প্রকৌশলী মো. আবু হানিফ, প্যানেল মেয়র মাহবুবুজ্জামান, কাউন্সিলর তরুন কর্মকার, হাফিজ আল মাহমুদ, দুলাল হাওলাদার, রফিকুল ইসলাম. নাসিমা কামাল, সিমা বেগম, তাসলিমা বেগম উপস্থিত ছিলেন। বিভাগীয় কমিশনার পৌরসভার কর্মতৎপরতায় সন্তোষ প্রকাশ করেন। এ ছাড়াও বিভাগীয় কমিশনার ড. ভীমরুলী পেয়ারার ভাসমান হাট ও বাগান পরিদর্শন করেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার বিষয়ে নাগরিকদের মতামত ও অভিজ্ঞতা জানতে কমিউনিটি অ্যাকশন মিটিং

স্টাফ রিপোর্টার : ঝালকাঠি সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নের লক্ষ্যে সেবাগ্রহীতাদের অংশগ্রহণে কমিউনিটি অ্যাকশন মিটিং …