Latest News
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪ ।। ১০ই শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠি প্রেসক্লাবে ডিসি হামিদুল হকের বিদায় সংবর্ধনা

ঝালকাঠি প্রেসক্লাবে ডিসি হামিদুল হকের বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. হামিদুল হককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসকের হাতে ক্রেস্ট তুলে দেন সংগঠনের সভাপতি কাজী খলিলুর রহমান। মো. হামিদুল হককে ঝালকাঠি থেকে রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলী করা হয়েছে।
প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা মো. রিয়াদুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান, আবুজর মো. ইজাজুল হক ও সমাপ্তি রায় এবং প্রেসক্লাবের আজীবন সদস্য, দাতা সদস্য, কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা-সদস্য ও সাধারণ পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হামিদুল হককে একজন ‘ভাল মানুষ’ আখ্যায়িত করে তাঁর আরও উন্নতি ও দীর্ঘায়ু কামনা করা হয়। সংবর্ধনার জবাবে জেলা প্রশাসক মো. হামিদুল হক ঝালকাঠিবাসীর ভালবাসার কথা আমৃত্যু মনে রাখবেন বলে জানান। অনুষ্ঠানের শুরুতেই জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিক রায় ও সহসাধারণ সম্পাদক কে এম সবুজ। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন ঝালকাঠি প্রেসক্লাবের সাবেক সভাপতি মু. আব্দুর রশীদ, চিত্তরঞ্জন দত্ত, সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু, দুলাল সাহা, সহসভাপতি শ্যামল সরকার, আক্কাস সিকদার, সাধারণ সম্পাদক মানিক রায়, প্রেসক্লাবের আজীবন সদস্য মনোয়ার হোসেন খান, দাতা সদস্য মো. মাহাবুব হোসেন, ডক্টর কামরুন্নেছা আজাদ ও জেলা তথ্য কর্মকর্তা রিয়াদুল ইসলাম।