Latest News
শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / স্বাস্থ্য / ঝালকাঠি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা

ঝালকাঠি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির মা ও শিশু কল্যাণ কেন্দ্রর সেবার মান বৃদ্ধি, স্বচ্ছ ও জবাবদিহি করার লক্ষ্যে সেবাগ্রহীতা ও সেবাদাতাদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১২টায় মা ও শিশু কল্যাণ কেন্দ্র মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) এ সভার আয়েজন করে। এতে প্রধান অতিথি ছিলেন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. মো. জোয়াহের আলী। সনাকের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক মো. হেমায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সনাকের স্বাস্থ্য বিষয়ক উপকমিটি সদস্য চৌধুরী আবুল কালাম আজাদ। টিআইবির এসিস্ট্যান্ট ম্যানেজার কমলেন্দু গুহ অনুষ্ঠানটি পরিচালনা করেন।
মতবিনিময় সভায় মুক্ত আলোচনায় অংশ নিয়ে সেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন সেবা গ্রহীতা ফাতেমা খানম, তসলিমা, দিলরুবা, অভিভাবক মো. দেলোয়ার হোসেন, শফিউল রহমান গাজী, আয়েশা, শাহীনুর এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রের এফডব্লিউভি জেছমিন নাহার প্রমুখ। সনাক সহসভাপতি হেমায়েত উদ্দিন হিমু বলেন, সেবা পাওয়া নাগরিকদের অধিকার নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষকে দায়িত্ববান হওয়ার পাশাপাশি সেবাগ্রহীতাদেরও আরো বেশী সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন। মতবিনিময় অনুষ্ঠানে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।