স্টাফ রিপোর্টার :
করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় প্রশাসনের নির্দেশ পেয়ে ঝালকাঠি শহরে লোকজনের উপস্থিতি আগের চেয়ে কমেছে। রবিবার সকাল থেকে শহরের রাস্তাঘাট ছিল ফাঁকা। জরুরী কাজে যারা বের হচ্ছেন, তারা সামাজিক দূরত্ব মেনে চলছেন। খেয়া ঘাটে ট্রলার থাকলেও নেই কোন যাত্রী। স্টেশন রোডে সকাল হলেই বিকিকিনি হতো কোটি টাকার টিন, রড ও সিমেন্ট; সেই সড়কটিও জনমানব শূন্য। শুধুমাত্র স্বাস্থ্যসেবার জন্য খোলা রাখা হয়েছে ওষুধের ফার্মেসি। এদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান খোলা রাখার জন্য সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সময় বেধে দিয়েছে জেলা প্রশাসন। করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। শহরের বিভিন্ন স্থানে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নির্দেশে টহল দিচ্ছে পুলিশ। দুইজনের বেশি জমায়েত, আড্ডা ও জটলা দেখলে তা ছত্রভঙ্গ করে দিচ্ছে পুলিশ।তবে গ্রামের মানুষের মধ্যে এখনো সচেতনতা সৃষ্টি হয়নি। একসঙ্গে মিলে আড্ডা ও বাজারে গা মিশিয়ে কেনাকা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিকদল সভাপতির ওপর হামলা
স্টাফ রিপোর্টার : ঝালকাঠি নলছিটিতে উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. মিজানুর রহমানের ওপর হামলার অভিযোগ পাওয়া …