Latest News
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ।। ২৬শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠি সদর হাসপাতালে করোনায় দুইজনের মৃত্যু, আক্রান্ত ১১৩

ঝালকাঠি সদর হাসপাতালে করোনায় দুইজনের মৃত্যু, আক্রান্ত ১১৩

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। ঝালকাঠি সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে তাদের মৃত্যু হয়। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১১৩ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ২৮৩৩ জন। মোট মৃত্যুর সংখ্যা ৪৮।
করোনা ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্স সামসুন্নাহার বেগম জানান, গত ৯ জুলাই উপসর্গ নিয়ে সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন শহরের সুতালড়ি এলাকার আবদুল কাদের (৮৫) ও নলছিটি উপজেলার প্রতাপ গ্রামের পরেশ চন্দ্র (৭০)। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। পরীক্ষায় তাদের করোনা ধরা পড়ে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে আবদুল কাদের ও রবিাবার রাতে পরেশ চন্দ্রের মৃত্যু হয়।
ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, মৃত ব্যক্তিদের সকালেই পরিবারের লোকজন এসে স্বাস্থ্যবিধি মেনে নিয়ে যায়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদী ছাত্রদলের নলছিটি উপজেলার শাখার আয়োজনে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ …