Latest News
সোমবার, ৪ মার্চ ২০২৪ ।। ২০শে ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠি সদর হাসপাতালে পালস অক্সিমিটার ও থার্মোমিটার দিলেন জেলা প্রশাসক

ঝালকাঠি সদর হাসপাতালে পালস অক্সিমিটার ও থার্মোমিটার দিলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি সদর হাসপাতালে পালস অক্সিমিটার ও থার্মোমিটার দিয়েছেন জেলা প্রশাসক মো. জোহর আলী। রবিবার দুপুরে সদর হাসপাতালে গিয়ে তিনি ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবুয়াল হাসানের হাতে এসব চিকিৎসা সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফরিদ উদ্দিন ও এনডিসি আহমেদ হাছান।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবুয়াল হাসান জানান, করোনা পরিস্থিতিতে পালস অক্সিমিটার ও থার্মোমিটার জরুরী প্রয়োজন ছিল। কিন্তু সদর হাসপাতালে এগুলো ছিল না। জেলা প্রশাসক মহোদয় এসব সামগ্রী দেওয়ায় করোনা আক্রান্ত কিংবা উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসার কাজে লাগবে। জেলা প্রশাসকের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নাগরিক প্রত্যাশা পূরণের মাধ্যমে জিততে চায় ঝালকাঠির তরুণরা

স্টাফ রিপোর্টার : ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইনের আওতায় নাগরিক সমস্যা সমাধানে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী …