Latest News
রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫ ।। ১২ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
Home / খেলাধুলা / ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শাহীন আলম :
ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ৫০টি ইভেন্টে প্রতিযোগিতায় বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীরা মনমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক নাটিকা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বর, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আইনজীবী সমিতির সভাপতি পিপি আবদুল মান্নান রসুল, জেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিশ্বনাথ সাহা ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মারুফা বেগম উপস্থিত ছিলেন।