Latest News
শুক্রবার, ৩১ মে ২০২৪ ।। ১৭ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠি সরকারি কর্মচারী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঝালকাঠি সরকারি কর্মচারী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদ ঝালকাঠি জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আনোয়ার হোসেন অনু। বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদ ঝালকাঠি জেলা শাখার সভাপতি এসএম শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সংগঠনের বরিশাল জেলা শাখার সভাপতি মোহাম্মদ মানিক মৃধা, সাধারণ সম্পাদক মির্জা নাছির উদ্দিন, ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক বাদশা তালুকদার। আলোচনা সভা শেষে উপস্থিত সকলের সম্মতি ক্রমে জেলা প্রশাসক কার্যালয়ের নাজির আলমগীর হোসেনকে সভাপতি এবং সড়ক ও জনপদ বিভাগের কম্পিউটর অপারেটর বাদশা তালুকদারকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়।