Latest News
সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ।। ২রা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ট্রান্সফরমার বিকল হওয়ায় সকাল থেকে দুপুর পর্যন্ত নলছিটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল

ট্রান্সফরমার বিকল হওয়ায় সকাল থেকে দুপুর পর্যন্ত নলছিটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল

নলছিটি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের একটি ট্রান্সফরমার বিকল হয়ে গেছে। এতে আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।অন্য সরবরাহ কেন্দ্রের সহযোগিতায় কোন রকমের সংযোগ চালু রাখা হয়েছে। তবে লো ভোল্টেজের কারণে ফ্রিজ, ফ্যানসহ ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার করা যাচ্ছে না বলে গ্রাহকরা অভিযোগ করেছেন।
ওজোপাডিকো সূত্রে জানাযায়, গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার জুরকাঠি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের একটি বড় ট্রান্সফরমার আকস্মিকভাবে বিকল হয়ে যায়। বিকট শব্দে আগুন ধরে যায় ট্রান্সফরমারটি। এতে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার পরপরই উপজেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কর্তৃপক্ষ অন্য উপকেন্দ্রের সহযোগিতায় রাত ১০টায় কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়। তবে আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পুনরায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। কোন ঘোষণা ছাড়াই বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন গ্রাহকরা। প্রচন্ড গরমে দিশেহা গ্রাহকরা দ্রুততম সময়ের মধ্যে ট্রান্সফরমার প্রতিস্থাপনের দাবি জানিয়েছেন। তবে ওয়েস্ট জোন পাওয়ার ডিট্রিডিবউশন কোম্পানি (ওজোপাডিকো) কর্তৃপক্ষ বলছে, বিকল ট্রান্সফরমারটি প্রতিস্থাপন করতে সময় লাগবে। এটি একটি বড় ট্রান্সফরমার। চুয়াডাঙ্গা থেকে ট্রান্সফরমার আসলেই প্রতিস্থাপন করা সম্ভব বলেও জানান ওজোপাডিকোর নলছিটি উপজেলা প্রকৌশলী ফিরোজ সন্যমত।