Latest News
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ।। ২৭শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে নলছিটিতে মোবাইল কোর্ট

তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে নলছিটিতে মোবাইল কোর্ট

স্থানীয় প্রতিনিধি :
তামাক জাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচারণা ও পৃষ্ঠপোষকতামূলক কর্মকান্ড নিষিদ্ধকরণ আইন বাস্তবায়নের লক্ষ্যে নলছিটি শহরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। রবিবার সকাল ১০ টায় নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ছয়জন প্রকাশ্যে ধূমপায়ীর কাছ থেকে ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্টে ইউএনওর সঙ্গে ছিলেন তামাক বিরোধী সংগঠন এনএমএস’র নির্বাহী পরিচালক মো. খলিলুর রহমান মৃধা ও উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ। পরে সকাল ১১ টায় গ্রাম বাংলা উন্নয়ন কমিটি ও নলছিটি মডেল সোসাইটির আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা টাস্কফোর্স কমিটির এক শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কৃষ্ণকান্ত হালদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মফিজুর রহমান শাহিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মো. খলিলুর রহমান মৃধা। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহমুদ আলম জোমাদ্দার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাঈমুন্নাহার, নলছিটি ফায়ার স্টেশন কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, এনএমএস’র চেয়ারম্যান আব্দুল কুদ্দুস তালুকদার উপজেলা সমাজ উন্নয়ন কমিটির সহসভাপতি মো. জাকির হোসেন ও সাংবাদিক মেজবাহ উদ্দিন খান রতন। সভায় তামাক জাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচারণা ও পৃষ্ঠপোষকতামূলক কর্মকান্ড নিষিদ্ধকরণ বিষয় কর্মসূচি গ্রহণ করা হয়।