স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে চাল, আলু, পেঁয়াজ, রসুনসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি অপরাধে ১০ ব্যবসায়ীকে ৬৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট তাছবির হোসেনের নেতৃত্বে একটি টিম শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও বাজারে অভিযান চালায়। এসময় চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে বেশিদামে নিত্যপণ্য বিক্রির অপরাধে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। এছাড়া কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন ৫টি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৮ হাজার টাকা, ও নলছিটিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন একটি দোকানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছবির হোসেন, উম্মে কুলসুম রুবি, আহাম্মদ হাসান, সিফাতবিন সাদেক উপস্থিত ছিলেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …