স্টাফ রিপোর্টার :
করোনায় শ্রমিক সংকটে দিশেহারা ঝালকাঠির নলছিটি উপজেলার সরমহল গ্রামের এক কৃষকের বোরো ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন কুশঙ্গল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। এ কাজে তাকে সহযোগিতা করেন স্থানীয় ছাত্রলীগ নেতাকমীরা। বৃহস্পতিবার সকাল থেকে একবিঘা জমির ধান কেটে আটি বেধে কৃষক রহিম মল্লিকের বাড়িতে পৌঁছে দেন তাঁরা। এ কাজে যেমন খুশি কৃষক রহিম, তেমনি এলাকায় প্রশংসিত হয়েছেন আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন।
জানা যায়, করোনাকালে ধান কাটার জন্য শ্রমিক সংকট চলছে। কুশঙ্গল ইউনিয়নের কৃষক রহিম মল্লিক তাঁর একবিঘা জমির পাকা ধান নিয়ে পড়েন বিপাকে। চোখে ঘুম নেই দুশ্চিন্তা। খবর পেয়ে অসহায় এ কৃষকের পাশে দাঁড়ালেন ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসে।
তাঁর নেতৃত্বে ইউপি সদস্য ও ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কাটায় অংশ নেন। স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী ধান কাটায় উপকৃত হন কৃষক রহিম মল্লিক। পরে তাঁরা ধানের আটি বেধে ওই কৃষের বাড়িতে পৌছে দেওয়া হয়।
কৃষক রহিম মল্লিক জানান, তিনি বাড়ির পাশের একবিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছেন । কিন্তু করোনায় শ্রমিক পাওয়া যাচ্ছিল না। কয়েকদিনের বৃষ্টিতে দুশ্চিন্তা আরও বেড়ে যায়। পরে বিষয়টি তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে বললে, তাঁরা সকলে মিলে এ মহতি উদ্যোগ নেয়। ধান কাটায় সহযোগিতা করেন কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা শহিদ উদ্দিন খান। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন সিকদার বলেন, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য দক্ষিণ বাংলার উন্নয়নের রূপকার প্রাণ প্রিয় নেতা আলহাজ্জ্ব আমির হোসেন আমু মহোদয়ের নির্দেশক্রমে গত কয়েকদিন ধরে কুশঙ্গল ইউনিয়নের কয়েকটি গ্রামে ধান কেটে দেওয়া হয়। এরপরও যদি কোন কৃষকের শ্রমিক সংকটে থাকে আমাকে জানালে, তাঁর ক্ষেতের ধানও কাটার ব্যবস্থা করা হবে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ঝালকাঠির নলছিটির তাঁড়াবাড়ি মন্ডপে আরতি প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি শহরের তাঁরাবাড়ি দুর্গা পূজা মন্ডপে আরতি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার …