Latest News
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ ।। ১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
Home / অর্থনীতি / নতুন কর আরোপ ছাড়াই ঝালকাঠি পৌরসভার ৫৪৩ কোটি টাকার বাজেট পেশ

নতুন কর আরোপ ছাড়াই ঝালকাঠি পৌরসভার ৫৪৩ কোটি টাকার বাজেট পেশ

স্টাফ রিপোর্টার :
নতুন কোন কর আরোপ ছাড়াই প্রথম শ্রেণির ঝালকাঠি পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের ৫৪৩ কোটি ৭৬ লাখ ৯৪ হাজার ৪৯১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার বঙ্গবন্ধু কর্নারে সূধীজনদের সঙ্গে আলোচনা শেষে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার। বাজেটে আয় ধরা হয়েছে ৫৪১ কোটি ৯৩ লাখ ৭০ হাজার টাকা। ব্যায় ধরা হয়েছে ৫১৭ কোটি ৬০ লাখ টাকা। বাজেটে সমাপনি উদ্বৃত্ত ধরা হয়েছে ৪৬ লাখ ৩৬ হাজার ৪৯১ টাকা।
বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র তরুণ কর্মকার, কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল, হাফিজ আল মাহমুদ, কামাল শরীফ, আব্দুল কুদ্দুস হাওলাদার, এস এম আল আমিন, হুমায়ুন কবির সাগর, তাসলিমা বেগম, মালা বেগম ও সাবিনা ইয়াসমিন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা ও হিসাবরক্ষণ কর্মকর্তা মনিরুদ্দেজা হারুন।
পৌর মেয়র তাঁর বাজেট বক্তৃতায় জানান, ২০২২-২০২৩ অর্থ বছরে পৌরসভায় নতুন পার্ক নির্মাণ, মার্কেট নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ময়লা ফেলার ডাম্পিংস্টেশনসহ নানা উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয়েছে। এসব কাজ বাস্তবায়ন হলে শহর আলোকিত হয়ে উঠবে বলেও অভিমত ব্যক্ত করেন মেয়র।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্মের ফাঁদে পড়ে আল্লাহর ওপর আস্থা এবং বিশ্বাস হারাচ্ছে মুসলমান: নেছারাবাদী হুজুর

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে অনুষ্ঠিত হলো মাদরাসা শিক্ষক-কর্মচারীদের অরাজনৈতিক পেশাজীবী সংগঠন ‘বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন’ এর …