Latest News
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ।। ৩১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে : আমু

নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে : আমু

স্টাফ রিপোর্টার :
নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরাসহ তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে মন্তব্য করেছন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক মন্ত্রী আমির হোসেন আমু।
তিনি শুক্রবার সকালে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতিতে ‘বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ১০ম বর্ষে পদার্পন অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। তিনি বাংলাদেশ প্রতিদিনের আরও সমৃদ্ধি কামনা করে পত্রিকার সাংবাদিকদের শুভেচ্ছা জানান। এছাড়া তিনি কেক কেটে কর্মসূচি উদ্বোধন করেন। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি এস এম রেজাউল করিমের সভাপতিত্বে টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু বক্তব্য দেন। সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আতাহার মিয়া, জেলা আওয়ামী লীগ সহসভাপতি সালাহউদ্দিন আহম্মেদ সালেক, সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার, জেলা আওয়ামী লীগ সদস্য খসরু নোমান ও অ্যাডভোকেট এস এম রুহুল আমীন রিজভী, জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক রেজাউল করিম জাকির ও হাবিবুর রহমান হাবিল, জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক ও সাধারণ সম্পাদক আল আমীন এবং পিনু আক্তার নদীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রেস ক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান ও সহসভাপতি শ্যামল সরকার, সহসাধারণ সম্পাদক কে এম সবুজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাসনাইন তালুকদার দিবস, টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক দুলাল সাহা, সহসাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, সদস্য রুহুল আমিন রুবেল, সাইফুল ইসলাম ও মানিক আচার্য; জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু ও আতিকুর রহমানসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা যোগ দেন। সঞ্চালনায় ছিলেন এস এ টিভির প্রতিনিধি অলোক সাহা।