Latest News
রবিবার, ২৮ মে ২০২৩ ।। ১৪ই জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে অজ্ঞাত এক যুবতীর মাথা বিহীন লাশ উদ্ধার

নলছিটিতে অজ্ঞাত এক যুবতীর মাথা বিহীন লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, নলছিটি :
ঝালকাঠির নলছিটি উপজেলার বহরমপুর এলাকায় সুগন্ধা নদীর তীর থেকে গতরাতে (বুধবার রাতে) অজ্ঞাত এক যুবতীর মাথা বিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় এক যুবক নদীতে লাশ ভাসতে দেখে ৯৯৯ ফোন করলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদার জানান, ১০-১২ দিন আগে এই যুবতীর মাথা কেটে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তাঁর পায়ে একটি নুপুর রয়েছে। লাশ উদ্ধার করে আজ বৃহস্পতিবার সকালে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।