Latest News
মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ ।। ২০শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে অবৈধ ইটের পাঁজা ধ্বংস, ৮০ হাজার টাকা জরিমানা

নলছিটিতে অবৈধ ইটের পাঁজা ধ্বংস, ৮০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটি উপজেলার সরই গ্রামে সুগন্ধা নদীর তীরে অবৈধভাবে গড়ে তোলা একটি ইটের পাঁজা ধ্বংস করে দিয়েছে প্রশাসন। এ সময় পাঁজার মালিক আবদুল কাদেরকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার দুপুরে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাখাওয়াত হোসেন এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাখাওয়াত হোসেন জানান, সুগন্ধা নদীর তীরে পরিবেশ নষ্ট করে অবৈধভাবে একটি ইটের পাঁজা গড়ে তোলেন আবদুল কাদের। গোপন সংবাদের ভিত্তিতে ওই পাঁজায় অভিযান চালানো হয়। নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট পানি দিয়ে পাঁজাটি নষ্ট করে দেয়। পাঁজার মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধ করা হয়েছে বলেও জানান তিনি।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে হরতাল বিরোধী যুবলীগ-ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে হরতালের বিরুদ্ধে মোটরসাইকেল নিয়ে মিছিল করেছে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। …