স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে অবৈধ বালু উত্তোলন করার অপরাধে দুইজনকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই এলাকায় অবৈধভাবে বালু ভরাট করতে এলে ড্রেজারটি আটক করেন সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু ভরাটের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মিঠু ও সিরাজ নামে দুইজনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। তাঁরা এ ধরনের কাজ করবে না বলে মুচলেকা দিয়েছেন। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চলোমান থাকবে বলেও জানান তিনি।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …