Latest News
শনিবার, ১৩ জুলাই ২০২৪ ।। ২৯শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন

নলছিটিতে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, সুজন-সুসাশনের জন্য নাগরিক ও পিস প্রেসার গ্রুপ নলছিটি উপজেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পিপিজি এ্যাম্বাসেডর তাজুল ইসলাম দুলাল চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি ও পিপিজি এ্যাম্বাসেডর মো. আনিসুর রহমান খান হেলাল, পিপিজি নলছিটির সমন্বয়কারী সাংবাদিক মো. খলিলুর রহমান মৃধা। বক্তারা বলেন, সংঘাত নয়, আমরা ঐক্যে বিশ্বাসী, আমরা সৌহাদ্য সম্প্রীতির নলছিটি গড়তে চাই। আগামী প্রজন্মের কাছে সংঘাত নয়, একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশ উপহার দিতে আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। উক্ত মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংঘঠন, শিক্ষক, শ্রমিক, স্কুল-কলেজের পড়–য়া ছাত্র-ছাত্রী সহ সকল শ্রেণি পেশার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।