Latest News
সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ ।। ১৯শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
Home / আইন-আদালত / নলছিটিতে ইয়াবাসহ বিক্রেতা গ্রেপ্তার

নলছিটিতে ইয়াবাসহ বিক্রেতা গ্রেপ্তার

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে ইয়াবাসহ সোলায়মান খান (২২) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার দপদপিয়া ফেরিঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বরিশালের রূপাতলী এলাকার বাসিন্দা সোলায়মান দপদপিয়া এসে ইয়াবা বিক্রি করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফেরিঘাটে অবস্থান নেয়। সোলায়মান ইয়াবা নিয়ে ট্রলার থেকে নামার সঙ্গে সঙ্গে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার দেহ তল্লাশী করে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নলছিটি থানার এসআই মো. আশ্রাফ বলেন, ইয়াবা বিক্রেতা সোলায়মানের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।