স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহাদাত মোল্লা (৩৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পশ্চিম কামদেবপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, শাহাদাত মোল্লা দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির কারবার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শাহাদাত মোল্লা পশ্চিম কামদেবপুর গ্রামের মতিউর রহমান মোল্লার ছেলে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ঝালকাঠিতে হরতাল বিরোধী যুবলীগ-ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে হরতালের বিরুদ্ধে মোটরসাইকেল নিয়ে মিছিল করেছে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। …