স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে নতুন করে একজনের করোনাভাইরাস সনাক্ত হয়েছে। বুধবার দুপুরে ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হালদার এ তথ্য জানিয়েছেন। এনিয়ে জেলায় ছয় জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, নতুন করে আক্রান্ত ওই ব্যক্তি জেলার নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের বাসিন্দা। তিনি একজন কাভার্টভ্যানচালক, নারায়ণগঞ্জ থাকতেন। সাম্প্রতি গ্রামের বাড়িতে এসে সে নরায়ণগঞ্জে মালামাল নিয়ে গিয়েছিলো। গত ১১ এপ্রিল তিনি গ্রামের বাড়িতে আসেন। জ্বর, সর্দি, কাশি ও গলাব্যাথা হলে ২০ এপ্রিল তাঁর নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। বুধবার দুপুরে ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো রিপোর্টে তাঁর করোনা সনাক্ত হয়। প্রাথমিক অবস্থায় তাকে নিজ বাড়িতে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় তাঁর বাড়িসহ ওই এলাকার আশেপাশে ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে। গত ১১ এপ্রিল ঝালকাঠিতে প্রথম এক পরিবারের তিন জন করোনাভাইরাসে আক্রন্ত হয়। এর পরে এক ইউপি সদস্য ও পুলিশের এসআই করোনাভাইরাসে আক্রন্ত হয়। জেলায় এ পর্যন্ত ২০২ জনের জনের নমুনা সংগ্রহ করে আইডিসিআরে পাঠানো হয়েছে। এর মধ্যে ১৮৮ জনের ফলাফল এসেছে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিকদল সভাপতির ওপর হামলা
স্টাফ রিপোর্টার : ঝালকাঠি নলছিটিতে উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. মিজানুর রহমানের ওপর হামলার অভিযোগ পাওয়া …